ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বাজেট পাশ না হলেও দাম বাড়লো গরম মসলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:৪০, ৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাশ না হলেও বাজেট প্রস্তাবের সপ্তাখানেকের মধ্যেই দাম বাড়লো গরম মসলার। কেজিতে ৫০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে জিরা, এলাচ, লবঙ্গসহ বিভিন্ন ধরনের গরম মসলার। মাছ, মাংস, সবজির বাজারও উর্ধ্বমুখী বলে অভিযোগ ক্রেতাদের। তবে দাম কিছুটা কমেছে চিনি, ছোলা, আর চায়না রসুনের। এদিকে ছুটির দিনে রাজধানীর কারওয়ানবাজারে ওজনে কম দেয়ার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করেছে।
প্রস্তাবিত বাজেটে শুল্ক আরোপ করা হয়েছে গরম মসলার ওপর। বাজেট পাশ না হলেও ঘোষনার এক সপ্তাহের মধ্যেই গরম হয়ে উঠেছে মসলার বাজার। কেজিতে বিভিন্ন মসলার দাম ৫০ থেকে প্রায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, এলাচ ১৬০০ টাকা, গোলমরিচ ৯০০ টাকা, দারুচিনি ৩৪০ টাকা। তবে কেজিতে ৫ টাকা দাম কমেছে খোলা চিনি ও ছোলার।
কেজি প্রতি পণ্যের পূর্বের মূল্য বর্তমান মূল্য
দারুচিনি-২৬০ ৩৪০
এলাচ- ১৫০০ ১৬০০
গোলমরিচ-৭০০ ৯০০
লবঙ্গ-৯৫০ ১০০০
জিরা-৩৬০ ৪০০
দোকানিরা বলছেন সবজির বাজার-দর সহনীয়। তবে দাম বেশির অভিযোগ ক্রেতাদের।
মাছের বাজারে ছোট চিংড়ি ৫৫০ টাকা আর মাজারি চিংড়ি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে । ক্রেতারা বলছেন, মাছের বাজারও চড়া।
গরু ও খাসীর মাংস বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। পেয়াজের দাম আগের মত হলেও দাম কমেছে চায়না রসুনের। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে কয়েকজন অসাধু দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায় অধিদপ্তর।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি